Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

🌼🌺পরিবার পরিকল্পনা, গর্ভকালীন ও প্রসব পরবর্তী, নবজাতক, শিশু ,পুষ্টি এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য পেতে নিশ্চিন্তে কল করুন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কল সেন্টারে, ১৬৭৬৭ নম্বরে। সেবা পাওয়া যাবে সপ্তাহের ৭ দিন, ২৪ ঘন্টা। সুখী পরিবার কল সেন্টার - ১৬৭৬৭ 🌷পরিবার পরিকল্পনা সেবা নিন, সুস্থ থাকুন। আর কোন ভাবনা নয়, নরমাল ডেলিভারি সব সময়। প্রত্যেক ইউনিয়নে পরিবার পরিকল্পনার স্বল্প মেয়াদী পদ্ধতি ইনজেকটেবল গ্রহীতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরন সভা/ক্যাম্প আয়োজন করতে হবে, সেবাকেন্দ্র হতে ইনজেকটেবল প্রথম ডোজ গ্রহিতা যেন কোন ক্রমেই দ্বিতীয় ডোজ হতে ড্রপ আউট না হন সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে তৎপর হতে হবে- রনজিত সেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দেবিদ্বার, কুমিল্লা।  http://fpo.debidwar.comilla.gov.bd/   মাস্ক পরুন, করোনা হতে মুক্ত থাকুন, স্বাস্থ্যবিধি মেনে সেবা গ্রহণ করুন। অদ্য ১৯/০৪/২০২২ইং বিশেষ ক্যাম্পে ১৩টি ইমপ্লানন সম্পাদন হয়। #২১/০৪/২০২২ইং গুণাইঘর উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকে দেবিদ্বার পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ হতে বরণ করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রনজিত সেন। ইউনিয়ন পঃপঃ কমিটি মিটিং, কেন্দ্র ব্যবস্থাপনা মিটিং,  গণশুনানী সম্পাদন। ২৪/৭ নরমাল ডেলিভারি সেবা চালুর লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন। 📢প্রচারে-  উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, দেবিদ্বার, কুমিল্লা। 

"ছেলে হোক, মেয়ে হোক                          বিশেষ ক্যাম্প: ইমপ্লান্ট ০৬ই নভেম্বর, ২০ই নভেম্বর, ২৪ই নভেম্বরস্থায়ী ও দীর্ঘ মেয়াদী ১৩ই নভেম্বর ২০২২

   দু'টি সন্তানই যথেষ্ট।"


এক নজরে

এক নজরে দেবিদ্বারঃ

আয়তনঃ ২৩৯.১৫ কি.মি.

জনসংখ্যাঃ ৫৩৩৪৫৬জন (পুরুষ ২৭১৮৫১জন, মহিলা ২৬১৬০৫জন)

মোট ইউনিয়ন সংখ্যাঃ ১৫টি

পৌরসভাঃ ০১টি

মোট গ্রামঃ ২১৪টি

উপজেলা সদর ক্লিনিকঃ ০১টি

ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রঃ ০৪টি

এমসিএইচ ইউনিটঃ ০১টি

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ১১টি

২৪/৭ ডেলিভারি সার্ভিস চালুকৃত UH & FWC এর সংখ্যা ০৪টি

কিশোর কিশোরী বান্ধব কর্নার ০১টিঃ (মোহনপুর UH&FWC)

প্রসূতি বান্ধব কেন্দ্রঃ ০১টি

মোট সক্ষম দম্পতি মার্চ/২০২২- ৯৪১১১

মোট পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা মার্চ/২০২২- ৭৪৮৫১

CAR মার্চ/২০২২ - ৭৯.৫৩%

CPR: 69%

স্যাটেলাইট ক্লিনিকের সংখ্যা মার্চ/২০২২- ৬৪টি

মোট গর্ভবতী সংখ্যা মার্চ/২০২২ঃ ৪৩০২জন

কমিউনিটি ক্লিনিকের সংখ্যাঃ ৩৫ টি

মিডওয়াইফারী প্রশিক্ষণপ্রাপ্ত FWV এর সংখ্যাঃ ০৫জন

CSBA প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারীর সংখ্যাঃ ০৪জন।



দেবিদ্বার উপজেলার পটভূমি

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ১৩টি ইউনিয়ন নিয়ে ১৯১৭ সালের ১৫ জুলাই  প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠিত বছরের ৩ মাস পর ২১ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ সালের ১ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে দেবিদ্বার থানার কার্যক্রম চালু হয়।

দেবিদ্বার উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে ব্রাম্মনপাড়া ও মুরাদনগর উপজেলা, দক্ষিণাংশে চান্দিনা উপজেলা, পশ্চিমে মুরাদনগর উপজেলা, পূর্বে বুড়িচং ও ব্রাম্মনপাড়া উপজেলা।

এ উপজেলার নামকরণ নিয়ে তিনটি ভিন্ন মত প্রচলিত আছে। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে অবিভক্ত দিনাজপুর জেলার ভাটটুরিয়ার দেবীকোটের রাজ পরিবারের ভ্রাতৃকলহে বানরাজা এ অঞ্চলে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বানরাজা ‘দেবীকোট’ থেকে আসায় দেবীকোটের নামানুসারে কালক্রমে দেবীকোট থেকে আজকের দেবিদ্বারের নামকরণ করা হয়েছে।

এক্ষেত্রে ভিন্ন কথাও রয়েছে অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগে বৃটিশ শাসনামলে বৃটিশ ক্যাপ্টেন জন ডেভিড ত্রীপুরার চিতনা নামক স্থান থেকে একটি নৌবহর নিয়ে গোমতী নদী পথে ঢাকা যাওয়ার সময় বর্তমান দেবিদ্বারের ভিংলাবাড়ি নামক স্থানে বানরাজার সৈন্যদের সাথে ক্যাপ্টেন ডেভিড তার সৈন্যদের নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন। এ সময় এ যুদ্ধের নাম ডেভিড ওয়ার (ডেভিড যুদ্ধ) নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে ওই নামানুসারে ডেভিড ওয়ার থেকে আজকের দেবিদ্বার নামে পরিচিতি লাভ করে।

৩য় মতাদর্শীদের মতে যতদূর জানা যায় এ উপজেলা সদরে বহু দেব-দেবীর পূজা অর্চনা হতো। ফলশ্রম্নতিতে এ উপজেলার নামকরণ হয় দেবিদ্বার।